অব্যক্ত কথা
- সরকার স্বপন ১৮-০৫-২০২৪

যা বলিতে স্বাধ হয়
হয় না কখনো বলা ।
অব্যক্ত থাকে কত শত কথা
কথার মাল্য, কথা দিয়ে গাথা ।

তবু আমি বলিতে চাই
উচ্চকিত স্বরে-
মানুষ নামীয় মানুষের ভীড়ে
খাটি মানুষের ঠাই নাই ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।